দেব প্রসাদ ত্রিপুরা : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী ১টিতে আওয়ামী লীগ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারির কারনে স্থগিত হওয়ায় এই ইউপির ফলাফল স্থগিত রয়েছে। এদিকে খাগড়াছড়ি সদর উপজেলার ৬ ষ্ঠ ধাপে ৫ জানুয়ারি নির্বাচনে স্থগিত হওয়া ৩নং গোলাবাড়ি ইউপির ১টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন ।
পানছড়ির সদর ইউপির স্থগিত কেন্দ্র দুটি হলো পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র। স্থগিত কেন্দ্র দুটিতে ভোটার রয়েছে ৪৬২৮ । এই ইউপির অন্যান্য কেন্দ্রে ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা আনারস প্রতীকে ৫৬৪৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং নৌকা প্রতীকে মো: নাজির হোসেন পেয়েছেন ৪৪১৯ ভোট ।
চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল:
১নং লোগাং ইউনিয়নের ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীকে ৩৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর বিকাশ চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৮০৪ ভোট, মিলন কান্তি সাহা নৌকা প্রতীকে পেয়েছেন ৭২২ ভোট এবং মোহাম্মদ ফোরহান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২১২ভোট।
২ নং চেঙ্গী ইউনিয়নের ৮জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীকে ১৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিহার বিন্দু চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ১২৮০ ভোট, নন্দ দুলাল চাকমা ঢোল প্রতীকে পেয়েছেন ৮২৬ ভোট, নবকুৃমার চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬০৩ভোট, জীবন কৃষ্ণ চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৫২৫ ভোট, রুপ বিন্দু চাকমা অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট এবং মুনিন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট।
৩ নং পানছড়ি সদর ইউনিয়নে ৭জন চেয়ারম্যান প্রার্থী। এই ইউনিয়নের ২টি কেন্দ্র বাদে ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে উচিত মনি চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ৫৬৪৩ ভোট, মোঃ নাজির হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৪৪১৯ ভোট, মোঃ খোরশেদ আলম নয়ন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট, সুনাংকু চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮০ ভোট, মোঃ আবু বক্কর হাত পাখা প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট, দেব মিত্র ত্রিপুরা চশমা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট এবং অসেতু বিকাশ চাকমা টেলিফোন প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।
৪ নং লতিবানে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৩ জন। স্বতন্ত্র প্রার্থী ভূমিধর রোয়াজা চশমা প্রতীকে ২৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৬৭৩ভোট এবং কিরণ ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ১১৪২ ভোট ।
৫ নং উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জনের মধ্যে আওয়ামী লীগের আহির উদ্দিন নৌকা প্রতীকে ৪৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী বিজয় চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ৩৭৫৯ ভোট।
একই দিন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের গত ৫ জানুয়ারি নির্বাচনে স্থগিত হওয়া ৯ নং কেন্দ্রের। এ ইউপির সামগ্রিক ফলাফলে চেয়ারম্যান পদে উল্লাস ত্রিপুরা নৌকা প্রতীকে ২০৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ক্যউচিং মারমা আনারস প্রতীকে পেয়েছেন ১৭৬৯ ভোট,মোহাম্মদ এরশাদ হোসেন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩০৬ ভোট এবং বিষ্ময় রঞ্জন ত্রিপুরা চশমা প্রতীকে পেয়েছেন ৮৪৩ ভোট।
এমআই