লালমনিরহাট প্রতিনিধি: আমাদের কাছে শীত মানে পিঠাপুলি আর খেজুরের রসের উৎসব, নতুন নতুন গরম কাপড় কেনার উৎসব ও কুয়াশা নিয়ে খেলার উৎসব। কিন্তু দরিদ্র আর অসহায় মানুষের গল্পটা ভিন্ন। শীতের প্রতিটা রাত তাদের জন্য একেকটা যুগের সমান। একটু উষ্ণতার খোঁজে বিনিদ্রায় কাটে তাদের সারারাত।
আর এই অসহায় মানুষকে একটু উষ্ণতা দেওয়ার লক্ষ্য নিয়েই মাহমুদুল হাসান সোহাগের ব্যাক্তিগত উদ্যোগে উষ্ণতার কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি হলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি'র জেষ্ঠ্য পুত্র। মানতবতার ফেরিওয়ালা হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী যুবরত্ন মাহমুদুল হাসান সোহাগ।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘শীত সবার আশীর্বাদ নয়, গরীব-অসহায়-পথবাসীর জন্য বড় কষ্টের কারণ। মানুষতো মানুষের পাশেই দাঁড়াবে। মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ।’
এছারাও তিনি আরো বলেন, আসলে আমি মানুষের জন্য কিছু করতে পারলেই নিজেকে অনেক ভালো লাগে। আমি শীতবস্ত্র আরো অনেকদিন ধরেই বিতরন করে আসতেছি ও ভবিৎষতেও করে যাবো। এই উষ্ণতা বিতরণের কার্যকর্ম চলমান থাকবে।
সময় জার্নাল/আরইউ