বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২
দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীর করা যৌতুক মামলায় ইমাম স্বামীকে শ্রীঘরে নিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
গত মঙ্গলবার বিকালে ইমামের প্রথম স্ত্রী মাহমুদা বেগম যৌতুক চেয়ে নির্যাতন করা, পরনারীতে আসক্তি থাকা সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে থানায় অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ইমাম তৈয়াবুর রহমান নাজিমকে হেফাজতে এনে যৌতুক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন, কাশিয়ানী থানা মামলা নম্বর- ০১/২০২২ । ইমাম তৈয়াবুর রহমান নাজিম কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের হাসান কাজীর ছেলে।
তিনি সাজাইল ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ওমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদে ইমামতি করেন।
এর পূর্বে ইমাম তৈয়াবুর রহমান নাজিমের অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করেছিল ওই মসজিদের সভাপতি বুলবুল আহমেদ সহ এলাকাবাসী।
অভিযোগে বলা হয়েছিল, ইমাম নাজিম উদ্দীন মসজিদে বয়ান করার সময় উস্কানীমূলক রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান, আলেম হয়েও ইসলাম ও সমাজবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়া একাধিক নারী কেলেঙ্কারি ঘটনার সাথে জড়িত এবং তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়া সহ এলাকার উচ্ছৃঙ্খল লাঠিয়াল যুবকদের নিয়ে গ্রামে অশান্তি সৃষ্টি করার কথা উল্লেখ করেছিল।
এবিষয়ে কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান সাংবাদিকদের বলেন, ইমামের প্রথম স্ত্রীর মামলায় তাকে গ্ৰেফতার করেছি বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমআই