মকবুল গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলাধীন ৭ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ ৩ আসন, এডভোকেট মিনাল কান্তি দাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাকি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি। আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, জেলা পরিষদ সদস্য ,সাইদুর রহমান খান, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া ,নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন ও শপথ গ্রহন কারী মেম্বার সদস্য বৃন্দ ।
অপরদিকে উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর পরিচালনায় ৭ ইউপি পরিষদ এর নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সময় জার্নাল/এলআর