দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের ১শ’২৪তম শাখার উদ্বোধন করেছেন বাংলাদেশ মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের বাজার রোড এলাকায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি শেখ রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক শেখ মাসুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট শেখ মোশারেফ হেসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের উত্তোরোত্তর সাফল্য কামনাসহ গ্রাহক সেবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর