এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর জেলার আহবায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সুদেব পাল, সদস্য মোঃ নাজির আহমেদ প্রমূখ।
বক্তারা এনটিআরসি নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে এক আবেদনসহ নীতিমালা অনুসারে কোটাবিহীন সকল নিবন্ধনকারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ এখন সময়ের দাবি।
তারা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সমাজকে মুক্ত করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সময় জার্নাল/এলআর