অর্পণ ধর, রাবি প্রতিনিধি:
'পৃথিবীকে স্বরূপে ফেরানো' স্লোগানে ২০২৪ সালের মধ্যে দুই হাজারের বেশি কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি শেষ হয়।
আজ ১১ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর মাহমুদ আজিজ বলেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হলো "The Myth Breakers", প্রথম রানার আপ দল "ARTS", দ্বিতীয় রানার আপ দল "Checkmate"। বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে শীর্ষ আটটি দল ফাইনালিস্ট টিম হিসেবে লড়াই করে। তারা হলো - ARTS, Checkmate, Freaks and Geeks, The Myth Breakers, Steadfast, Team Central, Team Bizarre, The Unfazed।
প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার, এডুকেশন পার্টনার প্যাট্রোনাস এডুকেশন, স্ট্র্যাটেজিক পার্টনার বাংলালিংক, নলেজ পার্টনার মেন্টরস এবং দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ মূলত একটি ছাত্র উদ্যোক্তা প্রোগ্রাম যা বাংলাদেশ সহ ১২১ টি দেশে ৩০০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করে।
সময় জার্নাল/এলআর