শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি :
'আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'ইনভিন্সিবল স্মাইল' এর সহযোগিতায় ‘টিম সুপ্রভাত’ 9 ফেব্রুয়ারি 22 থেকে শুরু সপ্তাহ ব্যাপি হাত ধোঁয়া কর্মসূচি আয়োজন করেছেন।
উক্ত কর্মসূচিতে হাত ধোঁয়ার গুরুত্ব আলোচনা করা হয় এর পাশাপাশি স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করতে বিস্কিট এবং সাবান উপহার হিসেবে প্রদান করা হয়।
ইনভিন্সিবল স্মাইলের প্রতিষ্ঠাতা হৃদয় হোসেন জানান গ্রামের অধিকাংশ শিশু/ মানুষ ভালোভাবে হাত ধোঁয়া গুরুত্বতের ব্যাপারে উদাসীন । আমাদের এই কর্মসূচি র মধ্যে দিয়ে আমরা জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছি মাত্র।"
সময় জার্নাল/এলআর