মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দ্’ুটোই বেড়েছে। তবে শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বোর্ডের দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম’র পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পরে ২০২১ সালের ডিসেম্বর মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই তথ্যে জানানো হয়, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন। গড় পাশের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ১৫৩৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭২৩২ জন ও ছাত্র ৮১১৭ জন। অন্যান্য এবারের মত এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেশী। ছাত্রদের পাশের হার ৯০ দশমিক ৭৪ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। অকৃকার্য হয়েছে ৮ হাজার ৫৬০ জন ও বহিষ্কৃত হয়েছে ৩ জন পরীক্ষার্থী।
এই তথ্যে আরো জানানো হয়, এবারে শতভাগ পাশ করেছে ৫৩টি কলেজ। তবে শূন্য ফলাফল অর্থাৎ একজনও পাশ করেনি এমন কলেজের সংখ্যা কমে হয়েছে ২টি।
উল্লেখ্য, ২০২১ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৭টি কলেজ ২০৩টি কেন্দ্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে শূন্য থেকে ১০ভাগ পাশকৃত কলেজের সংখ্যা শূন্য, শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৫৩টি, ১০-৫০ ভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১০টি ও ৫০-৯৯ ভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৬০২টি।
বিগত ৭ বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল :
বিগত ৬ বছরে দিনাজপুর শিক্ষাবোর্ডের ফলাফল নিম্নরুপ-
২০২০ সালে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়। কারণ করোনার কারণে পরীক্ষা না হওয়ায় সবাইকে অটো পাশ দেয়া হয়।
২০১৯ সালে ১ লাখ ২৪ হাজার ৩১৫ জনের মধ্যে উত্তীর্ণ হয় ৮৯ হাজার ২৩৩ জন। পাশের হার ছিল ৭১.৭৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪০৪৯ জন।
২০১৮ সালে ১ লাখ ১৯ হাজার ৫০৭ জনের মধ্যে উত্তীর্ণ হয় ৭১ হাজার ৯৫১ জন। পাশের হার ছিল ৬০.২১ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২৯৭ জন।
২০১৭ সালে ১ লাখ ৫ হাজার ৪০০ জনের মধ্যে উত্তীর্ণ হয় ৬৮ হাজার ৭৯২ জন। পাশের হার ছিল ৬৫.৪৪ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯৮৭ জন।
২০১৬ সালে ১ লাখ ৩ হাজার ৯৬ জনের মধ্যে উত্তীর্ণ হয় ৭২ হাজার ৮২৯ জন। পাশের হার ছিল ৭০.৬৪ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩৮৯৯ জন,
২০১৫ সালে ৮৮ হাজার ৪৪৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৬২ হাজার ৬৭১ জন। পাশের হার ছিল ৭০.৪৩ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৩৯৫ জন।
২০১৪ সালে ৯৭ হাজার ৩৩ পরীক্ষার্থীর উত্তীর্ণ হয় ৭১ হাজার ৯৪০ জন ও গড় পাশের হার ছিল ৭৪.১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪৪৭৪ জন।
উল্লেখ্য, দিনাজপুরে শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি এ বোর্ডের অধীনে ১৩তম এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সময় জার্নাল/ইএইচ