মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

হাতীবান্ধায় নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ

সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২
হাতীবান্ধায় নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ  ও বরণ  উপলক্ষে  দোয়া  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিঙ্গিমারী ইউনিয়নের সফল নারী উদ্দোক্তা  হাসিনা আক্তারের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের হাতীবান্ধা শাখার সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি। 

এ সময় ২০১৮ সালের দেশ সেরা ও ২০২১ সালের জেলায় সেরা নারী উদ্দোক্তা হাসিনা আক্তার ও ইউনিয়ন পরিষদের সচিব ময়নুল হক মুকুল ও গ্রাম পুলিশের সদস্যরা ফুলের মালা দিয়ে চেয়ারম্যান ও সদস্যদের বরন করে নেয়। 

সাবেক চেয়ারম্যান খতিব উদ্দিন, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি টাইফুন ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন, সিঙ্গিমারী ইউনিয়নের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণসহ স্থানীয় বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন ।  

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল