রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

প্রস্তাবিত নাম প্রকাশ করল সার্চ কমিটি

সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২
প্রস্তাবিত নাম প্রকাশ করল সার্চ কমিটি

সময় জার্নাল ডেস্ক : নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে।

অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সোমবার রাত ৮টার পর প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়। যদিও আগের সিদ্ধান্ত অনুযায়ী, কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করা হয়নি।

এর আগে গত রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। একই সঙ্গে যেসব রাজনৈতিক দল আগের সময় অনুযায়ী নাম জমা দিতে পারেনি, তাদেরও নাম দিতে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়।

তালিকায় যারা রয়েছেন

অজয় দাস গুপ্ত, সাংবাদিক; অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়া, অ্যাডভোকেট; অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকারকর্মী, অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া, প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন; অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ভিসি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি; অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক; অধ্যাপক আবদুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অধ্যাপক এ কে এম মোস্তাফা জামান, অধ্যাপক; অধ্যাপক জাকিয়া পারভীন, অধ্যাপক, ঢাবি; অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, রোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, সাবেক ডিন নৃবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ এ মামুন, পদার্থ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়, অধ্যাপক ড. গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার; অধ্যাপক ড. নাজমা শাহীন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. কামাল উদ্দীন, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মিজানুর রহমান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. রহমত উল্লাহ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিক্ষাবিদ; অধ্যাপক ড, সরকার আলী আক্কাস, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. হারুন অর রশিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য; অধ্যাপক ড: জহুরুল আলম, শিক্ষাবিদ ও গবেষক; অধ্যাপক ডা. কাজী দীন মোহম্মদ, অধ্যাপক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ; অধ্যাপক ডা: সেলিমুর রহমান, সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. সুফিয়া রহমান, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার; অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; অশোক কুমার বিশ্বাস, সাবেক সচিব; আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়; আখতারী মমতাজ, সচিব (অব.); আনিসুর রহমান, সিনিয়র সচিব (অব.); আব্দুর রশিদ, প্রাক্তন বিচারপতি; আবু আলম শহীদ খান, সাবেক সচিব; আবু বকর সিদ্দিকী, সাবেক বিচারপতি; আবুল হাশেম, আইনজীবী; উজ্জল বিকাশ দত্ত, সাবেক সচিব; এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক বিচারপতি; একেএম মনোয়ার হোসেন আখন্দ, সাবেক অতিরিক্ত সচিব; এ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট; এম হাসান ইমাম, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ; এস এম আব্দুল ওয়াহাব, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব (বীর মুক্তিযোদ্ধা); এসএম হারুন-অর-রশীদ, অবসরপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১); এয়ার কমান্ডার (অব.) ইসফাক ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক; এয়ার কমোডর শফিক এলাহী, রেজিস্ট্রার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি; কাজী গোলাম মোস্তফা, পরিচালক, কে বি এন্টারপ্রাইজ, ময়মনসিংহ; কাজী রওশন আক্তার, সাবেক সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; কাজী রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন; কাজী হাবিবুল আউয়াল, সাবেক সিনিয়র সচিব; কামরুন নাহার, সাবেক সচিব; কৃষিবিদ ইকবাল বাহার, সাবেক অতিরিক্ত আইজিপি; কৃষিবিদ এ. কে এম সাইদুল হক চৌধুরী, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ ওয়ারেস কবির, সাবেক নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; কৃষিবিদ ড. মো. আফজাল, প্রাক্তন অধ্যাপক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক উপাচার্য, চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমাল সাইন্স বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম, প্রফেসর, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ; কৃষিবিদ মীর শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি; কৃষিবিদ মো. এমদাদুল হক চৌধুরী, সাবেক প্রফেসর, কৃষি বিশ্ববিদ্যালয়; কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সাবেক সচিব, ধর্ম মন্ত্রণালয়; কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি; খান মো. আবদুল মান্নান, সাবেক দায়রা জজ; খোন্দকার মিজানুর রহমান, যুগ্ম সচিব (অব.), বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়; খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, সচিব (অব.); খন্দকার হাসান শাহরিয়ার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; গাজী মো. মহসিন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, গীতি আরা সাফিয়া চৌধুরী, চেয়ারম্যান, অ্যাড.কম; ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার, জালাল আহমেদ, অতিরিক্ত সচিব (অব.); জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া, সাবেক সেনাবাহিনী প্রধান; অপরূপ চৌধুরী, সাবেক সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; অশোক মাধব রায়, সাবেক সচিব, আব্দুল্লাহ শাহাদাত খান, আইনজীবী; আব্দুল মালেক মিয়া, সাবেক সচিব; আব্দুল মতিন, চেয়ারপারসন, এডাব; আব্দুল হালিম, আইনজীবী; আবু সাঈদ খান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক; আবদুল মালেক, সাবেক তথ্য সচিব; আবদুস সামাদ, সাবেক সিনিয়র সচিব; আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব; আশরাফ আলী, প্রবাসী; ইকরাম আহমেদ, সাবেক চেয়ারম্যান, পিএসসি; ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই; ইসরাইল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব, এ এ এম মনিরুজ্জামান, আইনজীবী, এ এইচ এম সাদিকুল হক, সাবেক চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড; এ কে এম শামসুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট; এ এফ এম ইসমাইল চৌধুরী, চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন; এ এল এম আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত সচিব; এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি, এজাজুর রসুল, আইনজীবী; এম কে রহমান, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল; এম জানিবুল হক, সাবেক অতিরিক্ত সচিব; এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার; এম এ হান্নান, প্রাক্তন রাষ্ট্রদূত, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন; এম নাজিম উদ্দিন আল-আজাদ, সাবেক মন্ত্রী; এম মোসাদ্দেক মোসেন, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিমেড ইউনিহেলথ গ্রুপ; এস এম রেজাউল করিম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; এস এম হারুন-উর-রশীদ, সাবেক মহাপরিচালক, বিটিভি; এস এম আব্দুল ওয়াহাব, যুগ্মসচিব (অব);কালাচাঁদ মন্ডল, সাবেক অতিরিক্ত সচিব; জ্যোতি বিকাশ বড়ুয়া, ফ্রি-ল্যান্স কনসালটেন্ট; জিল্লার রহমান, সাবেক সচিব; মেজর জেনারেল জামিল ডি আহসান, বীর প্রতীক পিএসসি (অব.); জেসমিন টুলি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; জহুরুল আলম, সাবেক অধ্যাপক; ড. এম শমসের আলী, শিক্ষাবিদ; ড. তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ; ড. মো. নাসির উদ্দিন; তারিক-উল-ইসলাম, অবসরপ্রাপ্ত সচিব; দীপক কুমার দত্ত, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান; নজিবুর রহমান, প্রাক্তন মুখ্য সচিব; ফিরোজা আক্তার, কবি; ফয়েজ আহমেদ ভূইয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান; বেলায়েত হোসেন, সাবেক জেলা ও দায়রা জজ; মাহাবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি; মিকাইল শিপার, সাবেক সচিব; মেসবাহুল আলম, সাবেক সিনিয়র সচিব; আব্দুল মজিদ, সাবেক জেলা ও দায়রা জজ; আবু বাকার সিদ্দীকী খান, আইনজীবী; আবুল কাশেম, সাবেক যুগ্মসচিব; মো. ইউসুফ, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব; জানিবুল হক, সাবেক অতিরিক্ত সচিব; দলিল উদ্দিন, সদস্য (আইন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ; নাসির উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সচিব; মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (অব.); মো. রাফিউজ্জামান, ট্যুর অপারেটর ও টুরিজম স্কলার; শাহজাহান আলী মোল্লা, সাবেক সচিব, পিএসসি; সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব; মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন; মোস্তফা কামাল, সাবেক সচিব; মোস্তাফা কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সচিব; আব্দুল মোবারক, সাবেক নির্বাচন কমিশনার; আবদুল করিম, সাবেক মুখ্য সচিব; আলতাফ হোসেন, সিনিয়র জেলা জজ ও দায়রা জজ; জামিল খান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; জসিম উদ্দিন, সভাপতি, এফবিসিসিআই; মজিবুর রহমান, ট্যাক্স কনসালটেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেন্সি; মজিবর রহমান (মুজিব),প্রবাসী; শফিউল আজম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.); ইকবাল সোবাহান, সাংবাদিক; মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; আকবর হোসেন মৃধা, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.); আনিসুর রহমান, সিনিয়র সচিব (পিআরএল); আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সচিব; আনসার আলী খান, সাবেক সচিব; আফতাব উদ্দিন, জেলা ও দায়রা জজ; আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা; আব্দুল হাই, সদস্য সচিব, গ্রামীণ ব্যাংক; আবদুল মোতালিব মিয়া, সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট; আবদুস সামাদ, সাবেক জেলা ও দায়রা জজ; আবুল হাশেম, আইনজীবী; আমিনুল ইসলাম (বুলু), আহবায়ক, জনস্বার্থ রক্ষাজাতীয়কমিটি; মো. আলমগীর, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব; ইকবাল হোসেন, সিএসিসি; ইদ্রিস মিয়া, সাবেক সচিব; ওয়াসিউজ্জামান আখন্দ, অবসরপ্রাপ্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধি,; কামাল উদ্দিন তালুকদার, সাবেক সচিব; কুদুস খান, সচিব (অবসরপ্রাপ্ত); গোলাম মোস্তফা, অ্যাডভোকেট; নূর-উর-রহমান, অবসরপ্রাপ্ত সচিব; নুরুন নবী তালুকদার , অবসরপ্রাপ্ত সচিব; নুরুল ইসলাম চৌধুরী, আইনজীবী; নুরুল হুদা, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ; মাহবুবর রহমান দুলাল ওরফে সরকার দুলাল মাহবুব; মঞ্জুর কাদের খান, শামসুল আরেফিন আরিফ, শাহজাহান মিয়া, মো. শহিদুজ্জামান, হুমায়ুন খালিদ; রওনক মাহমুদ; রোকসানা কাদের; শ্যামল কান্তি ঘোষ; শামসুন নাহার বেগম; শাহাদাৎ হোসেন; শেখ বশিরউদ্দিন; স্বপন কুমার সরকার; সাইদুর রহমান খান; সাঈদ মাহেমেন বকশ (কল্লোল); সাখাওয়াত খান; সিরাজুল হক খান; সেলিমা খাতুন; সৈয়দ এনায়েত হোসেন; সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন; হেলাল উদ্দিন আহমেদ; হেলাল কবির চৌধুরী; হোসেন শহীদ আহমদ; ড. আতিউর রহমান; ড, আনোয়ারা বেগম; ড, আফরোজা পারভীন; ড. আব্দুল্লাহ আল মারুফ; ড. আহসান মনসুর; ড. এ কে এম আখতারুল কবির; ড. এ কে এম আবুল কাশেম; ড. জ্যোতি প্রকাশ দত্ত; ড. জাফর আহমেদ খান; ড. ডালেম চন্দ্র বর্মন; ড, তাসনিম সিদ্দীকী; ড. তোফায়েল আহমেদ; ড. নাজমা শাহীন; ড. নজরুল ইসলাম আল মারূফ আল মাদানী; ড. বিনায়ক সেন; ড. বদিউল আলম মজুমদার; ড. মিহির কান্তি মজুমদার; ড. মেঘনা গুহ ঠাকুরতা; ড. মো. শাহজাহান; ড. আব্দুল মজিদ; ড. মো. জাকারিয়া; ড. মোহাম্মদ জাকারিয়া; ড. মোহাম্মদ ফরাসউদ্দিন; ড. মোহাম্মদ সাদিক; ড. আব্দুল আলীম; ড. মো. শাজাহান; ড. সুলতান মাহমুদ; ড. শাহদীন মালিক; ড. সাইফুল ইসলাম দিলদার; ড. ফৌজিয়া মোসলেম; ডা. নাজমুন নাহার; ডা. সারোয়ার আলী; ডা. নাসিমুল ইসলাম; ডা. সিরাজ দৌলা; ডি এইচ এম মনিরুদ্দিন, ডা. শফিকুর রহমান; দেওয়ান মো. শফিউল্লাহ, প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক সাবেক; প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম; প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুলাহ; প্রফেসর ড. ফরিদা আদিব খানম; প্রফেসর ড: আবদুল আউয়াল; প্রফেসর ড. মনজু; প্রফেসর নাসরিন আহমেদ; প্রশান্ত কুমার দাশ; প্রফেসর সাদেকা হালিম; ফৌজিয়া মোসলেম; বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সেলিম মাহমুদ চৌধুরী; বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান; বিগ্রেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লা; বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আল-আযাহার; বিগ্রেডিয়ার জেনারেল আবদুস সোবহান সাদেক; বিচারপতি আবু বকর; বিচারপতি আবু বকর সিদ্দীকী; বিচারপতি নাজমুন আরা সুলতানা; বিচারপতি বোরহান উদ্দিন; বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী; বিচারপতি মুসা খালেদ; বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন; বিবি রাসেল; বিশ্বাস লুৎফর রহমান; অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম; আবু সাঈদ খান; এম আব্দুল মালেক মিয়া; প্রকৌশলী কবির আহমেদ ভূঞা; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক; আনসার আলী খান; ফজলুল করিম; সরোয়ার হোসেন; ভীম চরণ রায়; শমসের কবির চৌধুরী; মাজহারুল হক খন্দকার (কায়সার); বিচারপতি কৃষ্ণা দেবনাথ; রাশিদা সুলতানা; মনিরা খান; মেজর আবু নাসের মো. ইলিয়াস; মেজর জেনারেল (অব) আ ন ম মুনীরুজ্জামান; মেজর জেনারেল (অব.) সালেহউজ্জামান; মেজর জেনারেল আবু নাছের মো. ইলিয়াস; মেজর জেনারেল আবদুর বারী; মেজর জেনারেল মউনুল ইসলাম; মেজর জেনারেল মাসুদ রেজওয়ান; মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার; মেজর জেনারেল রফিকুল ইসলাম; মেজর জেনারেল সাখাওয়াত হোসেন; মেজর জেনারেল হারুনুর রশিদ; আবুল কাসেম; মোমতাজ উদ্দিন আহমেদ; মোশাররফ হোসেন ভূঁইঞা; মনসুরুল হক চৌধুরী; মুশফিকা ইকফাত; আবদুল মান্নান; গাজী রহমান; জাহাঙ্গীর মোল্লা; মো. ফখরুদ্দিন; ফাইজুর রহমান; বদরুল ইসলাম; রফিকুল ইসলাম; শামসুল হক; শাহ আলম মিয়া; মো. শহীদুজ্জামান; সফিকুল ইসলাম; হাবিবুর রহমান; রাশেদা কে চৌধুরী; রোকেয়া কবীর; রোকন উদ-দৌলা; লে. জে. শফিকুর রহমান; লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির; লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাফরউল্লাহ সিদ্দিক; শাইখুল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি; শামসুদ্দিন চৌধুরী মানিক; শেখ ওয়াহিদুজামান; সেলিনা হোসেন; সৈয়দ মিজানুর রহমান; হাজী মো. শাহ আলম মিয়া; হেদায়েতুল্লাহ আল মামুন; হুমায়ুন কবির; বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া; ড. আবদুল মজিদ; বিচারপতি ফরিদ আহমদ; মাওলানা মাহমুদুল হাসান; ড. আবদুল লতিফ মাসুম; আসগর আলী; শফিউল আলম; শহিদুল ইসলাম; মো. সামসুদৌহা; সাবেদ-আল-সাদ; লিঞ্জে রিভেরো; এয়ার চিফ মার্শাল (অব.) ফখরুল আজম; সাইফুল ইসলাম সিদ্দিক; হাসান মাহমুদ খন্দকার; মহিবুল হক; মীর শহীদুল ইসলাম; নাজিম উদ্দিন চৌধুরী; ফয়জুর রহমান চৌধুরী

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল