মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

সোমবার, মার্চ ২৯, ২০২১
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। 

সোমবার (২৯ মার্চ) সকাল আটটায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় আকাশ নামে এক বাস চালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। লাশ কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল