মো. কাওছার আলী, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা অন্তর্গত বনানী ক্যাম্পাস শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আবরার ফাহিয়াজ (ইয়েন) ও সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ৫৭ তম ব্যাচের এম.এম যায়েদ হোসেন। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ডিআইইউ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসনাইম ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক লিমন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটির সভাপতি আবরার ফাহিয়াজ (ইয়েন) বলেন “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র বনানী ক্যাম্পাস শাখা কে সুগঠিত করতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের খাঁটি হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাস কে তৈরীকরতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা চাই।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সেই সাথে আগামি ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সময় জার্নাল/এলআর