তিতুমীর কলেজ প্রতিনিধি: জন্মদিন ঘিরে প্রতিটা মানুষেরই নানান পরিকল্পনা থাকে। শত ব্যস্ততাতেও অধিকাংশ মানুষ চেষ্টা করে এই দিনটাকে রাঙিয়ে তুলতে। এবার নিজের জন্মদিনে ঠিক তেমনই এক উদ্যোগ নিলেন জনপ্রতিনিধি শফিকুল ইসলাম বাছেক। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের সাবেক শিক্ষালয় সরকারি তিতুমীর কলেজে এসে জন্মদিনে প্রতিষ্ঠানের ১৭০ জন কর্মজীবীর শীতের কষ্ট লাঘবে বিলিয়ে দেন কম্বল। শীতবস্ত্র পেয়ে খুশি কলেজের চতুর্থ শ্রেণির ভুক্তভোগীরা।
কাউন্সিলর বাছেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, জন্মদিনে যেখানে কাউন্সিলর বাছেক শুভেচ্ছা পাওয়ার কথা সেখানে সে আজকে সবার পাশে দাঁড়ালো। শীতের মধ্যে কম্বল দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানাই। মানবতার প্রতি যে ভালোবাসা এটাই আসল। এটি ভালোবাসার একটি বৃহত্তর দিক।
মহতী এ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আসাদুজ্জামান, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।
এমআই