বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২
জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলায় ‘দাম কমাও-জান বাঁচাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাল, ডাল, চিনি, তেল , পানি, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় চৌরাস্তায় এ সমাবেশে ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটি।
সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সম্পাদক মন্ডলীর সদস্য আহছানুল হাবিব বাবু, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, সদর উপজেলা শাখার সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
বক্তারা বলেন, করোনা কালে দেশে নতুন করে দরিদ্র মানুশের সংখ্যা বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এ বস্থায় চাল, ডাল,চিনি,সয়াবিন তেলসহ নিত্য পণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের মন্ত্রীরা জনগণের পক্ষে বড় বড় কথা বললেও বাজার নিয়ন্ত্রনে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্যের ‘পাগলা ঘোড়া’ ঠেকাতে হবে। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করতে হবে।
এই অবস্থার অবসানের জন্য জনগনকে আজ ঘুরে দাঁড়াতে হবে। রুটি-রুজি, ভাত-কাপড়, ভোট-গনতন্ত্রের দাবিতে সংগ্রাম জোরদার করতে হবে। সেই সংগ্রামকে এগিয়ে নিতে সিপিবি সারাদেশে ‘দাম কমাও-জান বাঁচাও দিবস’ পালন করছে।
সময় জার্নাল/এলআর