বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালীমন্দির ঘেঁষে প্রবাহিত চন্দনা-বারাসিয়া নদীতে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এ মেলা। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অন্যতম পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
মাঘীপূর্ণিমা তিথিতে এ পুণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচন করেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে প্রতি বছর সহস্রাধিক মানুষ অংশ নেন বলে জানা যায়।
কররা কালী মন্দিরের পুরোহিত জানান, গঙ্গাস্নান এর অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়।
বোয়ালমারী থেকে আসা মুক্তি সাহা জানান, আমি প্রায় বিশ বছর ধরে আসি এ খানে স্নান করতে।
কয়রা কালী মন্দির কমিটির সভাপতি বাবু সুভাষ সাহা জানান, এখানকার পূর্ণস্নান শত শত বছরের পুরোনো ঐতিহ্য। ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে আসে পূন্যার্থীরা।
সময় জার্নাল/এলাআর