নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় আজ আসছে সাকার মুস্তাফা'র 'মধ্যযুগের কবি কৃষ্ণদাস বিরচিত পুথিকাব্য: স্বরূপ বর্ণনা'।
বাংলা সাহিত্যের এক অনাবিষ্কৃত এলাকা মধ্যযুগের পুথি সাহিত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুথিশালায় ত্রিশহাজারের বেশি পুথি সংরক্ষিত আছে। এমনভাবে বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে কিছু কিছু পুথি সংরক্ষিত আছে। কিন্তু খুব অল্প সংখ্যক পুথির পাঠোদ্ধার ও সম্পাদনা সম্ভব হয়েছে। সেদিক থেকে সাকার মুস্তাফার এই প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য।
স্বরূপ বর্ণনা কাব্যটি মূলত শ্রীচৈতন্য ও তার পার্ষদদের পরিচয় ও পরম্পরা নির্ভর। সেকালের কীর্তন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে এই পুথিকাব্যে।
১২০৪ সালে রচিত এই পুথির মধ্যে লিপির ধরন, বাংলা বানান ও কাব্যগুণের নানাবিধ পরিচয় পাওয়া যায়। গবেষক পুথিটির প্রাচীন পাঠের পাশাপাশি, আধুনিক পাঠের সন্নিবেশ ঘটিয়েছেন। একই সাথে সমগ্র কাব্যের দীর্ঘ পর্যালোচনা করেছেন- যা পাঠকের জন্য স্বরূপ বর্ণনা কাব্যের প্রবেশ-দ্বার বলা যায়।
অমূল্য এই পুথিকাব্যটি প্রকাশ করেছে উৎস প্রকাশন (স্টল ১৫১-১৫২)। দাম: ২২০টাকা।
এমআই