এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে চিহ্নিত চাঁদাবাজ ও মামলাবাজ অলিয়ার ও খলিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার চৌকিদার বাজারে এ মানববন্ধন করে হোগলাবুনিয়া ইউনিয়নবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদাবাজী ও মিথ্যা মামলার শিকার প্রধান শিক্ষক ওমর ফারুক, হাফিজা বেগম, রুবি আক্তার, রিপন তালুকদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন-ওই ইউনিয়নের ছোট বাদুরা গ্রামের ইউসুফ আলী তালুকদারের ছেলে অলিয়ার রহমান, খলিলুর রহমান ও খলিল তালুকদার দীর্ঘদিন যাবত এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে মিথা মামলা দিয়া হয়রানি করে আাসছে। আবার ওই মামলা থেকে কথিত আাসামিদের অব্যহতি দিতে মামলা প্রত্যাহারের প্রত্যাহারের শর্ত দিয়ে আসামিদের কাছ থেকে কৌশলে চাঁদা আদায় করে আসছে। তারা এলাকায় কেউ নতুন বাড়ি বা অন্য কোন স্থাপনা করলে তাদের কাছেও চাঁদা দাবি ও আদায় করে।
এলাকাবাসী চিহ্নিত এ চাঁদাবাজ ও মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এমআই