মকবুল, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি উপলক্ষে উম্মক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন, বিশেষ অতিথি ছিলেন ভবেরচর ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য মহিলা মেম্বার মরিয়ম বেগম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সচিব মোকাররম হোসেন। এ সময় উপস্থিত বিভিন্ন গ্রাম ও মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন অসুবিধা এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সমস্যা সমাধানের দাবিতে বক্তব্য রাখেন । প্রধান অতিথি জননন্দিত ইউপি চেয়ারম্যান বক্তব্যে বলেন,
ভবেরচর ইউনিয়নকে মাদক মুক্ত করাই প্রথম চ্যালেঞ্জ, পর্যায়ক্রমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে উন্নয়নমূলক কর্মসূচির তালিকায় রয়েছে , সাতকানিয়া থেকে আলিপুর পর্যন্ত রাস্তা পাকা করন, বাগানবাড়ি থেকে আলিপুরা প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন, খননকৃত খালের সুফল ভোগ করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে, খননকৃত খালপাড় দিয়ে চলাচল রাস্তা নির্মাণ করা হবে।
সময় জার্নাল/এলআর