শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দিনাজপুর পৌর কাউন্সিলরের পরিচ্ছন্নতা অভিযান

শুক্রবার, ফেব্রুয়ারী ১৮, ২০২২
দিনাজপুর পৌর কাউন্সিলরের পরিচ্ছন্নতা অভিযান

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন রশিদ তাঁর ১০নং ওয়ার্ডের নিবাচনী এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেই ঝাড়– হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। পাশাপাশি  পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে জনগনকে সচেতনও করছেন তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২) সকালে দিনাজপুর পৌর এলাকার ১০নং ওয়ার্ডের অন্ধ হাফেজ মোড় থেকে ওই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বেধন করেন কাউন্সিলর আল মামুন রশিদ। এসময় তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে ঝাড়– হাতে রাস্তা পরিস্কার কাজে যোগ দেন এলাকার তরুণ-যুবক ও মুরব্বীগণ।

এই অভিযানের উদ্দেশ্য তুলে ধরে কাউন্সিলর আল মামুন রশিদ বলেন, জনগনকে সচেতন করতেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা যদি নিজেদের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখি তাহলে একটি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখাটাও অনেক সহজ হবে। তিনি বলেন, আমার ১০নং ওয়ার্ডে ১৬টি ডাস্টবিন রয়েছে। অথচ ওয়ার্ডবাসী ওই ডাস্টবিনগুলোর ব্যবহার ঠিকমত করেন না। তারা শুধু কর্তৃপক্ষকে দোষ দেন। অথচ এলাকা পরিস্কার রাখতে তাদেরও যে কিছু দায়িত্ব রয়েছে তা কতজন পালন করেন? ময়লা-আবর্জনা ডাস্টবিনের ভিতরে না ফেলে সামনে ফেলে দেয়া হয়। পরে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা নিয়ে যাওয়ার আগেই কুকুরসহ অন্যান্য পশুপাখি তা ছড়িয়ে-ছিটিয়ে সড়কের উপর নিয়ে আসে। যা দৃষ্টিকটুর দেখায়। তিনি বলেন, পৌরসভা থেকে ৪ জন পরিচ্ছন্ন কর্মী সপ্তাহে দুই দিন এই ডাস্টবিনের ময়লা পরিস্কার করে নিয়ে গেলেও জনগনের অসচেতনতায় তা নোংরাই থেকে যাচ্ছে। তাই আমার এমন উদ্যোগ।

আগামীতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, শুধু পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানই নয়, আমার ১০নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শিঘ্রই তা দৃশ্যমান হবে। 

শনিবার অন্ধ হাফেজ মোড় থেকে শুরু করে ষষ্ঠিতলা, ইকবাল স্কুল মোড়, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ বেশ কয়েটি সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এদিকে একজন ওয়ার্ড কাউন্সিলরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল