মুকবুল হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলায় বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দিনব্যাপী মুন্সীগঞ্জ সদর নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্র কার্যালয়ে ফেরত আসা অভিবাসীদের বিদেশ ফেরত মধ্যস্থতা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে, ঋণ মধ্যস্থতা ও আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ফেরত আসা অভিবাসীদের পুন:একত্রীকরণ প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
প্রকল্প পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেন্টার ইনচার্জ মোঃ সাইদুর রহমান সাইদ, উদ্বোধনী বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাজমা আক্তার নিরা, অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুকবুল হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সদস্য মোঃ মানিক মিয়া প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদেশ ফেরত এবং প্রবাসী নানামুখী সমস্যা জনিত ভুক্তভোগী ৩৫ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণে বিদেশ ভ্রমণেও বিদেশ ফেরত এরপর নানামুখী যথাযথ পদ্ধতিতে উদ্যোগ গ্রহণ ও সমস্যা সমাধানে দিকনির্দেশনামূলক বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
সময় জার্নাল/এলআর