রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম প্রতিনিধি:
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে আলু চাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার কাঠালবাড়ী বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে রংপুর বিভাগীয় আলু চাষী ও ব্যবসায়ী কল্যান সমিতির ডাকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল, আলু চাষী আইয়ুব আলী ব্যাপারী, আব্দুস সালাম ব্যাপারী, কয়ছার আলী, শাহ আলম মোস্তফা প্রমুখ।
মানববন্ধনে চাষীরা জানান, একদিকে আলুর বাজার নি¤œমুখী অন্যদিকে হিমাগারের ভাড়া বৃদ্ধিতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তারা বলেন, গত বছর হিমাগারে আলু সংরক্ষন ভাড়া ছিল প্রতি কেজি ৩ টাকা ৭০ পয়সা এবারে তা বেড়ে ৫ টাকা ২০ পয়সা নির্ধারন করা হয়েছে।
এছাড়াও হিমাগার মালিকরা ব্যাংক থেকে মাত্র ৪ শতাংশ হারে কৃষি প্রনোদনা লোন নিয়ে তা আলু চাষীদের মাঝে বিতরন করে ১৮ থেকে ২০ শতাংশ হারে আদায় করেন। এতে করে তারা আলু চাষে বিভিন্ন সময় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
কৃষকদের দাবী হিমাগার ভাড়া না কমালে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবেন তারা। আর এতেও ভাড়া কমানো না কৃষকরা আলু চাষে আগ্রহ হারাবেন বলে জানান তারা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আলু চাষীরা।
সময় জার্নাল/এলআর