তিতুমীর কলেজ প্রতিনিধি: 'মাগো, ওরা বলে সবার কথা কেঁড়ে নিবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না! বলো, মা তা কি হয়?' মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষা আন্দোলের প্রেক্ষাপট নিয়ে তিতুমীর নাট্যদলের পরিবেশনায় কলেজে মঞ্চায়িত হবে নাটক 'মাগো ওরা বলে'।
সোমবার (২১ ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তে সকাল ১০ টায় নাটকটি মঞ্চায়িত হবে।
আবু জাফর ওবায়দুল্লাহ'র কবিতা অবলম্বনে ❝মাগো ওরা বলে❞ নাটকটির নাট্যরূপ, সংলাপ এবং নির্দেশনায় থাকবে তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র। নাটকটিতে মা ও ছেলের গল্পের মাধ্যমে ভাষা আন্দোলনের সময়ের তরুণদের প্রেক্ষাপট তুলে ধরা হবে।
নাটকের নির্দেশক ওমর আহমেদ অভ্র বলেন, নাটকটি আবু জাফর ওবায়দুল্লাহ'র কবিতা থেকে নাট্যরূপ দিয়েছি। নাটকে মূলত আমি ভাষার প্রতি মানুষের যে আবেগ তা তুলে ধরার চেষ্টা করেছি। আমি অন্য সব ভাষাকে সম্মান করি কিন্তু বর্তমানে তরুণরা বাংলা ভাষার সাথে বিদেশি ভাষার মিশ্রণ ঘটিয়ে ভাষার মর্যাদা ক্ষুণ্ণ করছে। সময়ের সাথে ভাষা পরিবর্তন হবে সেটা স্বাভাবিক কিন্তু জোর করে আধুনিক সাজার জন্য মিশ্রণ কে সমর্থন করি না। তাই সে সময়ে তরুণদের ভাষার মর্যাদা রক্ষার্থে কতটা আবেগি ছিল তাই মঞ্চে দেখানোর চেষ্টা করেছি। এবং আমি আশাকরি নাটক প্রদর্শনীর মাধ্যমে বর্তমান সময়ের তরুণদের মধ্যে ভাষার প্রতি আবেগ সৃষ্টি হবে। এবং আমাদের এই প্রদর্শনী সেটারই চেষ্টা।
সময় জার্নাল/এমআই