মায়ায় ভরা মাকে পেলাম,
পেলাম মায়ের ভাষা,
মাতৃভাষার স্বপ্ন দেখি
জাগায় প্রাণে আশা।
যে রহমান দিলেন এমন মিষ্টি কথার বুলি,
আজকে এসো কৃতজ্ঞতায় তারই শোকর তুলি।
প্রতিবাদের, প্রতিরোধের মিটিং, মিছিল যত,
ঝাপিয়ে এলো জাতির বুকে বাঁধার পাহাড় শত।
কি যে অসীম ভাগ্য দেখো, পাইনি সে সব ছল,
কত আগে থামিয়ে ছিলো অরুণ প্রাতের দল।
অরুণ প্রাতের তরুণ দলের টগবগে সেই খুনে,
এই মাটিতে স্বাধীনতার বীজ দিয়েছে বুনে।
বীজ বুনেছে রফিক, শফিক, বরকতেরা মিলে,
দেশকে যারা বাসে ভালো, সার দিয়েছে ঢেলে।
সেই সেদিনের যত্নে রোপা বাংলা নামের খুকী,
আজকে যেন বিশ্ব ছেড়ে আকাশে দেয় উঁকি।
কতজনের আত্মদানে অর্জিত এই কথা,
ভুলেই থাকি, এর পেছনের করুণ গল্পগাথা।
ফেব্রুয়ারি হাজির হলেই হুড়মুড়িয়ে ভাবি,
বাদ বাকি দিন মিশ্র ভাষায়, আবছা চেতন ছবি।
আজকে নাহয় কৃতজ্ঞতায় স্মরণ করি তাঁকে,
মায়ের ভাষায় রাঙান যিনি, মুক্ত আকাশটাকে।
জুড়িয়ে যাবে প্রাণটারে ভাই, জুড়িয়ে যাবে কান,
মায়ের মুখে শুনবে যদি, ওরে মানিক, জান।
সমস্ত সেই বিমুগ্ধতা উজাড় করে নিয়ে,
কৃতজ্ঞতা রবকে জানাই মাতৃভাষা দিয়ে।
সময় জার্নাল/আরইউ