মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি সীমান্তের শুন্য রেখায় দুই বাংলার ভাষা প্রেমিরা শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী বিনিময় করেছেন।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ভারতের হিলি উজ্জীবন সোসাইটি ও উত্তরের রোববারসহ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্দোগে একটি ফুলের তোরা বাংলাদেশের শহীদ বেদীতে অর্পনের জন্য বাংলাদেশে দেয়া হয়।
পক্ষান্তরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্দোগে একটি ফুলের তোরা ভারতের হিলিতে নির্মীত শহীদ বেদীতে অর্পনের জন্য দেয়া হয়।
করোনার কারণে বিধিনিষেধ থাকায় স্বল্প পরিশরে এই শ্রদ্ধাঞ্জলী বিনিময় করা হয়। এসময় ভারতের হিলি উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস, মেঘালয়-তুরা কমিটির আহ্বায়ক নবকুমার দাস, বঙ্গরতœ অমুল্য কুমার বিশ্বাস, বালুরঘাট পৌরসভার সাবেক চেয়াম্যান হরিপদ সাহা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশের হিলি হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনিুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল আলম, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশ যাই হোক ভাষা এক। তাই ভাষার টানে শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে হিলি সীমান্তে ছুটে আসা বলে জানান ভারতের বাঙ্গালী ভাষা প্রেমীরা।
সময় জার্নাল/আরইউ