ডিআইইউ প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সকল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে ভাষা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজন করে থাকলেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ছিল না কোন আয়োজন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শহীদদের স্মরণে কোন আয়োজন নেই বলে নিশ্চিত করেছেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান৷
এ নিয়ে স্থায়ী ক্যাম্পাসের সমাজবিজ্ঞান, রাস্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ফার্মেসি, সিভিল এবং ইংরেজি বিভাগের একাধিক শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ২১ শে ফেব্রুয়ারিকে ঘিরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন অথবা ভাষা শহিদদের উপর আলোচনা সভারও আয়োজন করেনি কোন বিভাগ৷
শুধু বিভাগ ভিত্তিক নয়, বোর্ড অব ট্রাস্টিজ থেকে কেন্দ্রীয় ভাবে কোন আয়োজন রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরেও সবাই আয়োজন শুন্য অবস্থানের কথা বলেছেন৷ বোর্ড অব ট্রাস্টিজ থেকেও এ সংক্রান্ত কোন নির্দেশনা পাননি বলেও জানান তারা৷
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা জানান, করোনার কারনে আমরা কোন আয়োজন করতে পারিনি৷ তবে করোনা পরবর্তী সময়ে আগামীতে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি৷
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শহিদ মিনার নেই বলেও জানা যায়।
সময় জার্নাল/আরইউ