ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতা কর্মীরা ।
এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ও শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফরিদপুর শহরস্থ অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যারা আমাদের মাতৃভাষার জন্য শহীদ হয়েছেন তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গন হতে প্রভাত ফেরীর শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে এবং শহীদ মিনারে এসে শেষ হয়।
এছাড়া আজ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে যাতে শহরস্থ সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করবে।
সময় জার্নাল/আরইউ