অর্পণ ধর, রাবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় টুরিস্ট ক্লাবের নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি শরীফ মাহমুদ ও সমিতির সাধারণ সম্পাদক ফাতেমা বিনতে রহমতের নেতৃত্বে সোমবার সকালে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সদস্যরা।
পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আরিফ নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজ হোসাইন, কোষাধ্যক্ষ তাফসিরুল ইসলাম অপু , সাংগঠনিক সম্পাদক মোরসালিন খান, ট্যুরিজম ইনফরমেশন সেক্রেটারী সাদিয়া শৈলী, আইটি সেক্রেটারী তানভীর সাকলাইনসহ সংগঠনের কার্যকরী ও সহযোগী সদস্যরা।
এমআই