বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ে পার্ক থেকে বানর ও ঘুঘু উদ্ধার, পরে অবমুক্ত

সোমবার, ফেব্রুয়ারী ২১, ২০২২
ঠাকুরগাঁওয়ে পার্ক থেকে বানর ও ঘুঘু উদ্ধার, পরে অবমুক্ত

জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার দুইটি পার্ক থেকে ২টি বানর ও ৬টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার কল্পনা পিকনিক স্পট ও স্বপ্ন জগত পার্ক থেকে এসব বানর ও ঘুঘু উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্ক দুইটি থেকে ২টি বানর ও ৬ টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।  

বন অধিদপ্তরের সূত্র মতে, সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্ন জগত পার্ক থেকে ১টি বানর ও বুড়ির বাঁধ এলাকার কল্পনা পিকনিক স্পট থেকে ১টি বানর ও ৬টি ঘুঘু উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান,  ‘মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্য পারস্পরিক সম্পর্কযুক্ত। মানুষের জীবন ধারণ ও খাদ্যের জন্য অপরিহার্য পানি প্রকৃতি থেকেই আসে সুতরাং নিজেকে বাঁচতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে। তাই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল