গোপালগঞ্জ প্রতিনিধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তিতে গোপালগঞ্জের রঘুনাথপুর কিশলয় বিদ্যানিকেতন কেজি স্কুলে শহিদ মিনার নির্মাণ করলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার শুকদেব মন্ডল ও তার স্ত্রী শ্রীমতি নিভা রানী মন্ডল ।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে নব নির্মিত শহিদ মিনারটি উৎসর্গ করা হয়। এ সময় রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস (খোকন), রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কালিপদ গাইন, ইউনিয়ন পরিষদের মেম্বার নিত্যানন্দ বিশ্বাস, প্রভাষক মহানামব্রত সরকার, মানবেন্দ্র বিশ্বাস (মনু), রেলওয়ে অডিটর সুকান্ত মন্ডল, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় ১১ ফুট লম্বা এবং ১০ ফুট উচ্চতা বিশিষ্ট শহিদ মিনার নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। এখানে শহিদ মিনার নির্মাণ হওয়ায় এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।
সময় জার্নাল/আরইউ