আদালত ডেস্ক। পারস্পরিক ঘুষ লেনদেন মামলায় পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপপুলিশ পরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক থেকে বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে রায় পড়া শুরু করেছেন বিচারক।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আলোচিত মামলাটির রায় পড়ে শোনানো শুরু করেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, রায় ঘোষণার আগে সাড়ে ১০টার দিকে মিজানকে আদালতে নেয়া হয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদালতে দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই তারিখ করেন বিচারক।
অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে মর্মে রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে দুদক। আর আসামিপক্ষ বলছে, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। কাজেই তারা খালাস পাবেন।
গত ৩ জানুয়ারী আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মিজানুর রহমান এবং এনামুল বাছির। পরে ১২ জানুয়ারি আসামিরা তাদের লিখিত বক্তব্য জমা দেন। গত বছরের ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
সময় জার্নাল/আরইউ