এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আতাউর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তেলিডাঙ্গী গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ব্যক্তি একই গ্রামের শেখ হোসনের ছেলে। সে স্থানীয় একটি বাজারে স্টিলের মালামালের ব্যবসা করতেন।
ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমআই