বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২
ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে শিলন হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শিলন গাংনী উপজেলার এইচ,এস,কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের রাহাতুল্লাহ’র ছেলে।
বুধবার দুপুর ১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর এলাকার ব্র্যাক অফিসের কাছে ব্যাটারী চালিত দু’টি ইজিবাইকের মধ্যে এ
দূর্ঘটনা ঘটে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শারমীন শায়লা জানান, নিহত শিলনের মাথার মগজ বের হয়ে গেছে। এছাড়া তার ডান হাতটি ভেঙ্গে তিন টুকরো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে সে।
ইজিবাইকের যাত্রী নিহত শিলনের বন্ধু আব্দুল্লাহ জানায়, তারা একটি ইজিবাইকে ৮ জন ছাত্র ছিল। নিহত শিলন ছিলো চালকের পাশের ছিটে বসা। চালক মাসুম রেজা সামনে থেকে আসা অপর একটি ইজিবাইককে সাইড দেওয়ার জন্য মোড়া দিতেই ছিটকে পড়ে যায় শিলন। এসময় অপর ইজিবাইকটি তার শরীরের উপর দিয়ে স্পৃষ্ট করে পালিয়ে যায়। মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।
হাড়াভাঙ্গা এইসএসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ জানান, প্রশাসন থেকে জানানোর পর বুধবার তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিকা দেওয়ার দিন নির্ধারিত করা হয়। তাই সকালে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্থানীয় ইজিবাইক ভাড়া করে গাংনী পৌরসভায় স্থাপিত টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, ১২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ফাইজার টিকা প্রদান করা হচ্ছে। আর ফাইজার টিকার জন্য উপযুক্ত আবহাওয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও এসি রুম লাগবে। গাংনী পৌর মেয়র সাহেব তাদের সহযোগিতা দেওয়ায় সেটি পেয়েছেন। তাই শিক্ষার্থীদের উপজেলা শহরে এসেই টিকা গ্রহণ করতে হবে। এটা জাতীয় সিদ্ধান্ত বলে জানান তিনি।
এমআই