সময় জার্নাল প্রতিবেদক :
প্রায় তিন বছর পর ফের সিজারিয়ান অপারেশন চালু হলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার বেলা ১০.৩০ মিনিটে সিজারিয়ান অপারেশনের এর মাধ্যমে একজন কন্যা শিশুর জন্ম হয়। নবজাতকের ওজন তিন কেজি। বর্তমানে মা ও বাচ্চা উভয়ই সুস্থ আছেন।
সিজারিয়ান অপারেশনে নেতৃত্ব দেন হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা ফারজানা (এফসিপিএস গাইনী এন্ড অবস)। সঙ্গে ছিলেন মেডিকেল অফিসার ডা শারমিন (এফসিপিএস গাইনী এন্ড অবস)। এন্যাস্থেশিয়া কনসালটেন্ট ছিলেন ডা ফারহানা। আরও ছিলেন পেডিয়েট্রিক কনসালটেন্ট ডা রাশেদুল হাসান (এম ডি শিশু), আরমএমও ডা আলাউল কবির দিপু। অপারেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মেহবুবা সাঈদ।
ফের সিজারিয়ান অপারেশন চালুর ফলে বন্দরের গর্ভবতী মায়েদের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং অপারেশন প্রক্রিয়া আগামীতেও চলমান থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মেহবুবা সাঈদ।
তাঁর মতে, বিশেষ বিসিএস এ সব উপজেলায় এন্যাস্থেশিয়া কনসালটেন্ট নিয়োগের ফলেই মূলত আজ সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভবপর হয়েছে। এজন্য তারা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে, চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বন্দরবাসীর প্রতি আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মেহবুবা সাঈদ।
সময় জার্নাল/ইএইচ