অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আসন বরাদ্দ হয়েছে। নতুন এই হলে এক হাজার দুইশত শিক্ষার্থীর আসন বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বরাদ্দকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
সিট বরাদ্দ পাওয়া ছাত্রীরা ১৭ মার্চ থেকে হলে উঠতে পারবেন বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।
শামীমা বেগম বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে হলে আমাদের ছাত্রীরা উঠবেন।'
১৬ তলাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যানটিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, নয়টি গোসলখানা ও চারটি লিফট আছে।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় এক বছর পর আসনের জন্য ছাত্রীদের থেকে আবেদন নেয় হল কর্তৃপক্ষ।
এমআই