বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

অনুষ্ঠিত হয়ে গেলো ১০ম বইমেলা ও সেরা প্রতিভা অন্বেষণ কার্যক্রম

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১
অনুষ্ঠিত হয়ে গেলো ১০ম  বইমেলা  ও সেরা প্রতিভা অন্বেষণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবজাগরণ পাঠক মেলা আয়োজিত বইমেলার ১০ম আসর অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৭ মার্চ। পাবনা জেলার দ্বিতীয় বৃহত্তম তিনদিনের এই বইমেলা এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২৫-২৬ ও ২৭ মাচ ব্যাপী জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউয়িনের একটি সার্বজনীন উৎসব হিসেবে উদযাপিত হলো। বইমেলার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, যিনি মাহফুজা মঙ্গলের কবি হিসেবে সমধিক পরিচিত এবং একাধারে প্রাবন্ধিক ও নজরুল গবেষক মজিদ মাহমুদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম, গবেষক ও অধ্যাপক এম আব্দুর রউফ, জনপ্রিয় শিক্ষক ও সংগঠক রোটারি ক্লাব অব পাবনার সভাপতি এসএম তানভীর রহমান, শহীদ বুলবুল সরকারি কলেজ-এর সহকারী অধ্যাপক জনাব খায়রুজ্জামান, কবি সালেক শিবুল, প্রভাষক মাসুদুর রহমান প্রমূখ। কবি মজিদ মাহমুদ, একটি প্রান্তিক গ্রামে বইমেলা এবং শিল্প-সংস্কৃতির ব্যাপক বিস্তৃত পরিসর সৃষ্টির জন্য নপমকে অভিবাদন জানান। তিনদিনের বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী। 


একই সঙ্গে পাবনা জেলার বৃহত্তম সৃজনশীল প্রতিযোগিতামূলক আয়োজন ‘সেরা প্রতিভা অন্বেষণ’ কার্যক্রমও পরিচালনা করে অত্র সংস্থা। এবারের প্রতিযোগিতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাদের মধ্য থেকে মধ্য গ্রুপ পর্বে বিষয় ভিত্তিক সর্বমোট ৬২জনকে সনদপত্র ও বই দিয়ে পুরস্কৃত করা হয়। চুড়ান্ত পর্বে সেরাদের সেরা নির্বাচিত হয় ১১জন প্রতিযোগি। সেরা একাদশে স্থান পাওয়া প্রতিযোগিরা হলো- সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মোছা. মুসলিনা খাতুন, শিখা একাডেমির মোছা. জান্নাতুল মাওয়া, মাশুন্দিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মো. সৌরভ হোসেন, সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মো. শামীম হোসেন, কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের কাজী মাহফুজ, বেড়া বিতর্ক চর্চা কেন্দ্রের রাহনুমা নুরাইন রাইসা, সামিহা তাসনিম ইরা, সাগরকান্দি রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাদশা প্রামাণিক, কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের পূজা বিশ্বাস, বেড়া বিতর্ক চর্চা কেন্দ্রের খাইরু ইসলাম, কামালপুর উচ্চ বিদ্যালয়ের এসএম অভিপ্রান্ত।  যাদের প্রথম জনকে  ৩০০০ টাকা, দ্বিতীয় জনকে ২০০০ টাকা, তৃতীয় জনকে ১০০০ টাকা  এবং পরবর্তী ৮ জনকে ৫০০ টাকা করে নগদ আর্থিক সম্মাননা সহ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক দলগত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 



সময় জার্নাল/ইম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল