ফরিদপুর প্রতিনিধি : জেলার কোতোয়ালি থানায় দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার ওসি শামসুদ্দোহাকে আদালতে পাঠানো হয়।
মামলা ও কোতোয়ালি থানা পুলিশ জানায়, ফরিদপুর শহরের গোয়ালচামট ১নং সড়কে বসবাসকারী ফারুক আহমেদের মেয়ে ফারজানা আক্তার তুলির বিয়ে হয় মুকসুদপুর এলাকার নুরুদ্দিন আহমেদের ছেলে শামসুদ্দোহার।
২০১৫ সালে বিয়ে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন চালানো হয় তুলির ওপর। পরবর্তীতে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত ৯ ফেব্রæয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তুলি।
মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা।গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা গুলশান এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে ফরিদপুর পুলিশ গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/আরইউ