মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

দিনাজপুরে বিএনপি মহিলাদলের কর্মীসভায় বোমা বিষ্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি

শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২
দিনাজপুরে বিএনপি মহিলাদলের কর্মীসভায় বোমা বিষ্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা মহিলাদলের কর্মীসভায় বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হুড়োহুড়ি করে ঘটনাস্থল ত্যাগ করার সময় মহিলাদলের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে বোমা বিষ্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের খুঁজে বের করে শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ। 
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় স্থানীয় লোকভবন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলাদল দিনাজপুর জেলা শাখার কর্মীসভার নির্ধারিত দিন ধার্য ছিল। অনুষ্ঠানে জেলা মহিলাদলের নেতাকর্মীসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছার পর লোকভনের ভিতরে হঠাৎ করে পরপর দুইটি বোমা বিষ্ফোরিত হয়। এতে মহিলাদলসহ বিএনপির নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে ঘটনাস্থল ত্যাগ করার সময় মহিলাদলের ৪ জন নেতাকর্মী আহত হন। তারা হলেন-আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরে বিকেল সাড়ে ৫টায় স্থানীয় একটি আবাসিক হোটেলে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ। এ সময় তিনি বলেন, পূর্বনির্ধারিত কর্মীসভায় কে বা কারা বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটিয়ে আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানকে পন্ড করতে চেয়েছিল। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুজে বের দোষিদের শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর লোকভবন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলাদল দিনাজপুর জেলা শাখার সংক্ষিপ্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কর্মী সভার কর্মীসভার আনুষ্ঠানিক উদ্বোধন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। উদ্বোধন শেষে জেলা মহিলাদলের সাবেক সভাপতি নাজমা মসিররের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহিলাদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও টিম প্রধান নাজমুন নাহার বেবী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলাদলের রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. রিনা পারভীন। অনুষ্ঠানে মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মমতাজ বেগম লিপি, রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সীসহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু, আলহাজ¦ মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, মোঃ মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, বখতিয়ার আহমেদ কচি, মোঃ জাহাঙ্গীর আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সব শেষে মোছাঃ জিনাত আরাকে সভাপতি, শাহিন সুলতানা বিউটিকে সাধারণ সম্পাদক ও মোছাঃ হাসিনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা মহিলাদলের কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।      
  
সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল