শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ,সদস্য ও মহিলা সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, একটি ইউনিয়ন পরিষদে যতজন সদস্য রয়েছে তারা সবাই সরকারি সুযোগ সুবিধা ভাগ করে নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতীবান্ধা উপজেলার অনেক উন্নয়ন করেছে তাই সামনে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে আবারও উন্নয়ন করার সুযোগ দিতে হবে, সরকারের সকল উন্নয়ন সুবিধা প্রান্তিক জনগনকে দিতে হবে ।
তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক মানুষের সেবা করা সম্ভব। তাই সাধারণ মানুষের কথা শুনতে হবে৷ সবসময় মানুষের মঙ্গল এবং এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে৷
উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের আয়োজনে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ারা হোসেন দুলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, সাবেক সংসদ এ্যাড.সফুরা বেগম রুমি , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার।
এ সময় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন ।
সময় জার্নাল/ইএইচ