এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গণটিকাদান কর্মসূচিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। বিভিন্ন রকম সেবা প্রদান করোনার শুরু থেকে করছেন ফরিদপুর জেলা পুলিশ।
টিকাদান কর্মসূচিকে বাস্তবায়ন করতে মাঠে নেমেছে পুলিশ। টিকা না নেওয়া ব্যক্তিদের পুলিশের গাড়ীতে করে তুলে নিয়ে পৌচ্ছে দিচ্ছেন বিভিন্ন টিকা কেন্দ্রে। টিকা নিতে সহায়তা করছেন। এমনকি টিকা নেওয়ার পর সাধারণ মানুষদের বাড়িতে ও ব্যাবসা প্রতিষ্ঠানে পুলিশের গাড়িতে করে পৌচ্ছে দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে জান্স যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ফরিদপুর জেলা পুলিশ এ অভিযান ও মানবিক কাজ শুরু করে। তার ধারাবাহিকতায় ফরিদপুরের বিভিন্ন মার্কেট,রাস্তা-ঘাট ও বিভিন্ন এলাকা থেকে করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের গাড়িতে করে তুলে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুরের বিভিন্ন মার্কেট,রাস্তা-ঘাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এসময় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে তারা করোনা টিকা নিয়েছেন কি-না? করোনা টিকা না নিলে এবং টিকাকার্ড দেখাতে ব্যর্থ হলেই তাকে ধরে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালে টিকা কেন্দ্র এনে টিকা দেওয়া নিশ্চিত করছেন। টিকা নেওয়া শেষে তাদের নিজেদের বাড়ি,ব্যাবসা প্রতিষ্ঠান ও গন্তব্যে পৌচ্ছে দিচ্ছেন।
এ ব্যাপারে ফরিদপুর শহরের মোঃ দাউদুজ্জামান, রাসেল মিয়া,গৌতম সাহা,রেজাউল করিম, শাহাদাত হোসেন, আনোয়ার খান সহ একাধিক ব্যবসায়ী ও একাধিক সাধারণ ব্যক্তি জানান, নিজের অবহেলা, ব্যস্ততা ও নানা কারণে টিকা নেওয়া হয়নি। সকালে পুলিশের একটি ভ্রাম্যমাণ টিম এসে টিকা নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করেন। যারা টিকা নেননি তাদের পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে টিকা কেন্দ্র নিয়ে যায়। আবার দোকানে, বাড়িতে ও পৌছে দেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করে জানান, গণটিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। টিকাদান কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক ভিড় শুরু হয়েছে। কেউ যাতে টিকা নিতে বাদ না যান সেজন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মানবিক ও সেবা প্রদানের জন্য পুলিশ মানুষের বন্ধু হিসেবে পাশে থেকে এসব মানবিক কাজ করা হচ্ছে।
সময় জার্নাল/ইএইচ