মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলায় আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১৯ জনসহ এ পর্যন্ত ৪৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন দুইজনসহ এ পর্যন্ত ৪৬৪৫ জন সুস্থ হয়েছেন।
তবে আক্রান্ত ৪৮৪৫ জনের মধ্যে ৪৬৪৫ জন সুস্থ ও ১০২ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৯৮ জন। এদিকে গত ২৯ মার্চ সোমবার পর্যন্ত জেলায় ৯৮৪৬২ জনকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪৮৪৫ জনে। একই সময়ে নতুন ১৯ জনসহ এ পর্যন্ত ৪৬৪৫ জন সুস্থ হয়েছেন। আর জেলার বিরল উপজেলায় নতুন একজনসহ এ পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, বিরামপুরে একজন বীরগঞ্জে একজন, চিরিরন্দরে দুইজন ও ফুলবাড়ী উপজেলায় দুইজন। মঙ্গলবার আক্রান্তের হার ছিল ১৪ দশমিক ৮৪ শতাংশ।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ১০৪টি নমুনাসহ এ পর্যন্ত ৩৬৩৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১২৮টিসহ এ পর্যন্ত ৩৩৭৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৬৭ জনসহ এ পর্যন্ত ৩০১৯২ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ২২ জনসহ ২৯৯৯৯ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৮২ জন ও হাসপাতালে ১৭ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ২৯ মার্চ সোমবার পর্যন্ত ৯৮৪৬২ জনকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।