তিতুমীর কলেজ প্রতিনিধি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টিকা হবে সবার' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। দুইদিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার টিকা প্রদান করা হবে। এই টিকাদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় রয়েছে তিতুমীর কলেজে ছাত্রলীগ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে এই গণটিকা কার্যক্রম।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ১ কোটি মানুষকে বিনা রেজিস্ট্রেশনে টিকা দেয়া হবে। এর ধারাবাহিকতায় তিতুমীর কলেজে ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার নেতৃত্বে কলেজ শিক্ষার্থীদের মাঝে টিকাদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, যে সব শিক্ষার্থী প্রথম ডোজ টিকা গ্রহণ করেননি তারা জাতীয় পরিচয়পত্র, কলেজ আইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের মাধ্যমে টিকা দিতে পারবেন। তাছাড়া কোন শিক্ষার্থীর যদি কাগজপত্র না থাকে সেক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর বিভাগীয় তথ্য রেখে টিকা দেওয়া হবে।
কোন শিক্ষার্থী এই কর্মসূচি থেকে টিকা না নিলে এর পরবর্তীতে কলেজ থেকে আর টিকা নেয়ার সুযোগ পাবেনা বলেও জানান তিনি।
তিতুমীর কলেজের শিক্ষার্থী নাসিম মিয়া বলেন, রেজিস্ট্রেশন ছাড়াই টিকার প্রথম ডোজ দিতে পেরে খুবই সাচ্ছন্দবোধ করছি। এর আগে কোন প্রকার তথ্য না থাকায় টিকা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি।
এমআই