এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে সোমবার বিকেলে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. আলহাজ্ব শাহ-ই-আলম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার।
এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কেএম শহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ৪৭ ইভেন্টে মোট ৯৪ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এমআই