সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদে অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সরকার প্রায় ১২ জনকে খুন করেছে। শত শত লোক মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। জনগনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সব অপকর্মের জবাব দিতে হবে শেখ হাসিনাকে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। পুরাতন বাসট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ, এডভোকেট মাসুক আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি আ ত ম মিছবাহ, রেজাউল হক, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন, জেলা বিএনপি’র উপদেষ্ঠা অ্যাডভোকেট তাহির রায়হান, যুগ্ম সম্পাদক নুর হোসেন,কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামালউদ্দিন বাকের।