ড. মোহাম্মদ সরোয়ার হোসেন :
কোভিড ভয়ানকভাবে বাড়ছে, কিছু তথ্য রিয়েলাইজ করা দরকার সতর্ক হতে এবং মনের সাহস বাড়াতে ..
১। সাম্প্রতিক রিসার্চে দেখা গেছে- #স্থুল বা মোটা মানুষের মৃত্যুর হার স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী মানুষের চেয়ে ১০ গুন বেশী । খেয়াল করলে দেখবেন ল্যাটিন আমেরিকার দেশগুলোতে (ব্রাজিল, পেরু, ম্যাক্সিকো...) মৃত্যুর হার অনেক বেশী এশিয়ার তুলনায়। কেননা এই অঞ্চলে ওবেসিটি একটি বড় সমস্যা।
২। ধরুন, আপনার পরিবারে কারোর আইসিইউ সাপোর্ট লাগবে। কিন্তু কোথাও পেলেন না। আশা হারাবেন না এরপরও। আমাদের_স্টাডি অনুযায়ী (প্রি-প্রিন্ট আসবে কিছুদিনের মধ্যে) যেসমস্ত রোগীর জন্য আইসিইউ সাপোর্ট চিকিৎসকরা রিকমেন্ড করেছিলেন। কিন্তু তারা ম্যানেজ করতে পারেনি। এরপরও অনেক রোগী সুস্থ হয়ে গেছেন বাংলাদেশে।
২৩১ হাসপাতালে ভর্তি হওয়া ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এই কলাবোরেটিভ স্টাডি করা হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা করে আইসিইউ এর ব্যবস্থা না করতে পারলেও আশাহত হবে না।
স্বাস্থ্যবিধি মানার পরও কোভিড হতে পারে। তবে যে খুব সতর্ক থাকবে তার সম্ভাবনা কম। আক্রান্ত হলে আতংকিত না হয়ে আল্লাহর উপর ভরসা করে মনোবল ধরে রাখতে চেষ্টা করুন।
লেখক : নির্বাহী পরিচালক, বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)
সহযোগী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)