অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি :
বিশৃঙ্খলা এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিভিন্ন জেলা, উপজেলার সংগঠনের সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন জেলা, উপজেলা বা অঞ্চল ভিত্তিক কোন সংগঠন বা সমিতির সভা, সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।
এবিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘এর আগেও ক্যাম্পাসে অঞ্চলভিত্তিক সংগঠনগুলোর বিভিন্ন ঝামেলা হয়েছিল, তাই আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, এখন ক্যাম্পাসের বাইরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’ এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভিসির সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ এপ্রিল একই নিষেধাজ্ঞা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও সভা সমাবেশ বন্ধের নির্দেশনা দেয়।
সময় জার্নাল/ইএইচ