এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
সরেজমিন গবেষনা বিভাগ (সগিব), ফরিদপুরের আয়োজনে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় উচ্চ ফলনশীল ক্ষতিকর ইরোসিক এসিড মুক্ত বারি সুর্যমূখী-২ জাতের চাষাবাদের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার উজান মল্লিকপুরে।
ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের তৈলবীজ গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম।
এ সময় বরিশালের আঞ্চলিক কৃষি গবেষনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রবি ও খরিপ মৌসুমে চাষযোগ্য স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল এই জাতটি প্রতিকুল আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। অন্যান্য ভোজ্য তেলের তুলনার এ তেল নন কোলেস্টরল ও এন্টি অক্সিডেন্ট গুন সমৃদ্ধ হওয়া হৃদ রোগীদের জন্যেও ব্যবহারযোগ্য।
সময় জার্নাল/ইএইচ