শাবলু শাহাবউদ্দিন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৫ম বারের মত আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি। আগামী ৩রা মার্চ (বৃহস্পতিবার) থেকে ৫ মার্চ (শনিবার) পর্যন্ত চলবে এই প্রতিযোগিতাটি।
সংগঠনটির পক্ষ হতে জানা যায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাতৃভাষার মহিমা ও শহীদদের আত্মত্যাগের গৌরবময় চেতনাকে চিরঅম্লান করতে পাস্ট ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে আসছে। বিগত ৪ বারের মত এবার ৫ম বারের মত এই আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা।
বিতর্কের নিয়ম সংক্রান্ত বিষয়ে সংগঠনটির পক্ষ হতে জানা যায় বিতর্ক হবে এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে যেখানে সর্বোচ্চ ২১টি বিভাগের সর্বোচ্চ ২৪টি দল অংশ্রগ্রহন করতে পারবে। প্রতি দলে তিন জন করে সদস্য থাকবে এবং তারা ৫ মিনিট করে সময় পাবে, যুক্তি খন্ডন পর্বে দুই দলের দুইজন বক্তা ৩ মিনিট করে ৬ মিনিট সময় পাবে। প্রথম তিন রাউন্ড বিতর্ক শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে।
পাবিপ্রবিতে পাস্টডিএস ৫ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন নিয়ে সভাপতি সৈয়দ ইয়ানুর শাহ বলেন-“ ভাষা বিতর্ক আমাদের সংগঠনের ধারাবাহিকে একটি আয়োজন। প্রতিবছরই আমরা বাংলা ভাষার মহিমা বুকে সবার কাছে বাংলা ভাষার তাৎপর্য এবং গুরুত্বকে সবার সামনে তুলে ধরতে এই আয়োজনটি করে থাকি। আমাদের উদ্দেশ্য থাকে তরুণ সমাজের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করা। বিগত সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ে এই কাজটি করতে সফল হয়েছি এবং ভবিষ্যতেও পাস্ট ডিবেটিং সোসাইটি এ ধরনের কাজে নিবেদিত প্রাণ হয়ে থাকবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন-“এই প্রতিযোগিতাটির আয়োজন মূলত আমরা প্রতি বছর ফেব্রুয়ারী মাসে করে থাকি। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় মার্চ মাসে করতে হচ্ছে। আমি মনে করি ভাষার মহিমা ধারণ করার কাজটির নির্দিষ্ট সময়ের মাঝে সীমিত নয়, হোক সেটা ফেব্রুয়ারী হোক তা মার্চ না অন্য সময়। ভাষা আন্দোলনের চেতনা চিরঞ্জীব। আমরা সকল প্রতিকুলতার মাঝেও এই আয়োজনটির ধারাবাহিকতা রক্ষা করতে পারছি, এইটা আমাদের জন্য আনন্দের বিষয়।”
সাধারণ সম্পাদক তাপস কুন্ডু বলেন-“ বাংলা আমাদের মাতৃভাষা এবং এই মাতৃভাষার জন্য শহিদ হয়েছেন অনেক অনেক নিবেদিত প্রাণ। কিন্তু বর্তমানে আমরা এই বাংলা ভাষার শুদ্ধ প্রায়োগিক বিষয় খুবই কম দেখতে পারি এবং বর্তমান প্রজন্ম ভাষার জন্য যারা শহিদ হয়েছেন সেইসব বীর ভাষা সৈনিকদের আত্মত্যাগ ধীরে ধীরে ভুলে যাচ্ছি। বাংলা ভাষার সৌন্দর্য এবং ভাষা শহিদদের স্মরণেই প্রতিবছর পাস্ট ডিবেটিং সোসাইটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আমি আশা ব্যক্ত করছি যে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও আমাদের এই বর্তমান প্রজন্মকে বাংলা ভাষার সৌন্দর্য এবং ভাষা শহিদদের আত্মত্যাগ এর গুরুত্ব ছড়িয়ে দিতে পারব।”
এমআই