মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নামে অবৈধ সনদ বাণিজ্য বন্ধের দাবি

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১
কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নামে অবৈধ সনদ বাণিজ্য বন্ধের দাবি

গোলাম আজম খান, কক্সবাজার : কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নামে অবৈধ সনদ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে শহরের বাজারঘাটা নিজস্ব চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, সম্প্রতি একটি মহল বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনকে ফাঁকি দিয়ে সম্পূর্ণ অবৈধ ও বেআইনিভাবে চেম্বারের নামে জাল সনদ বানিয়ে প্রচুর অর্থ-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যাতে সরকারের গুরুত্বপূর্ণ বানিজ্য মন্ত্রণালয়ের বদনাম হচ্ছে। পাশাপাশি কক্সবাজারের ব্যবসায়ী ও সুধীজন বিভ্রান্ত হচ্ছেন। 

২০১৭ সালের ২৪ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের গেজেট মতে, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস ঠিকানা কক্সবাজার শহরের পূর্ব বাজারঘাটার আবু সেন্টার। এর বাইরে কেউ কোন ঠিকানা ব্যবহার করলে সম্পূর্ণ বেআইনি।

আবু মোরশেদ চৌধুরী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা উপেক্ষা করে জনৈক মোহাম্মদ আলী তার পরিবারের সদস্য এবং কিছু লোকজন সাথে নিয়ে আলী আর্কেড ঠিকানা ব্যবহার করে সরকারি বেসরকারি এবং এফবিসিসিআইসহ বিভিন্ন জায়গায় কমিটির তালিকা প্রেরণ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

আমরা যখন প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে স্থানীয়ভাবে নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের সম্পৃক্তকরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই কুচক্রী মহল তা প্রতিহত করার অপচেষ্টায় লিপ্ত। স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ছাবেদুর রহমান, পরিচালক মেজবাহ উদ্দিন ভুট্টু, মাহমুদুল করিম, ইমদাদুল হক, শিবলুল করিম, এআরএম শহিদুল ইসলাম রাসেল, এইচএম নুরুল আলম, এম রেজাউল করিম, আজমল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল