এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের একটি ক্লিনিকে পা ভাঙার অস্ত্রোপচারের পর পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি এক নারী রোগীর। ভুল চিকিৎসার (অপারেশন) কারণে এমনটা হয়েছে বলে দাবী করছেন রোগীর স্বজনরা। ওই নারী বর্তমানে (৪ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি রয়েছে। তবে,স্বজনদের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট চিকিৎসক।
ওই রোগীনীর পুত্র মো. শাহ আলম শেখ জানান, গত ২৫ ফেব্রুয়ারি তার মা লাকী বেগমের পড়ে গিয়ে পা ভেঙ্গে গেলে ওই দিনই ফরিদপুর শহরের দেশ ক্লিনিকে এনে ভর্তি করেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ডা. অনাদী রঞ্জন মন্ডল অস্ত্রপচার করেন।
মো. শাহ আলম শেখের দাবী, অস্ত্রপচারের পর থেকে তার জ্ঞান না ফেরায় এবং অবস্থার অবনতি হওয়ায় পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে তড়িঘড়ি করে ক্লিনিক থেকে রিলিজ করে ফরিদপুরের বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অদ্যবদি তার জ্ঞান ফেরেনি।
এদিকে ওই রোগীর অস্ত্রপচারকারী চিকিৎসক ডা. অনাদী রঞ্জন মন্ডল জানান, অস্ত্রপচার কালে ওই রোগীর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রপচার করা হয়। রোগীর বর্তমান অবস্থার কারণ সম্পর্কে তিনি বলেন, ওই রোগী ব্রেইন ও হার্ট স্ট্রোক করে থকতে পারে। তবে কেনো এমন হলো তা তিনি বলতে পারেননি। তবে পায়ের হাড়ভাঙ্গা অপারেশনের কারণে এমনটি হওয়ার সম্ভাবনা নেই বলে দাবী করেন তিনি।
দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আহামেদুল বারী বাবু জানান, রোগী অস্ত্রপচার করার পরেও ঠিক ছিলেন। তবে, অস্ত্রপচারের কিছু সময় পরে ওই রোগীর ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে, যা শোনার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং স্ট্রোক করেন বলে ধারণা করছি।
সময় জার্নাল/ইএইচ